স্থানীয় সংবাদ

কুয়েট অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির যৌথ সভায় জরুরী ভিত্তিতে কুয়েট বান্ধব একজন ভিসি নিয়োগের আহবান

# বিশ^বিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের(কুয়েট) চমান অচলাবস্থা নিরসনে জরুরী ভিত্তিতে বিশ^বিদ্যালয় বান্ধব একজন ভিসি নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আহবানে জরুরী যৌথ সভা করেছে কুয়েট অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি।
গতকাল ৩ জুন বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ^বিদ্যালয়ের তিন সমিতির কার্যনির্বাহী কমিটির এ জরুরী যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ^বিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক। সভা পরিচালনা করেন কর্মকর্তা সমিতি সাধারণ সম্পাদক আহসান হাবিব। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বিশ^বিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে প্রশাসনিক শুন্যতা নিরসনপূর্বক ও বেতন ভাতাদিসহ বিদ্যমান সকল অচলাবস্থা নিরসনে একজন কুয়েট বান্ধব ভিসি নিয়োগ দিয়ে বিশ^বিদ্যালয়ের গভীর সংকট ও হতাশার মধ্যে থেকে উত্তোরনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।যৌথ সভায় উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ মঈনুল হক, সহ-সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরিয়া, কর্মকর্তা সমিতির সভাপতি জনাব মোঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক জনাব আহসান হাবিব, কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ শাহরিয়ার খান, সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসিব সরদার এবং অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ইতঃপূর্বে কুয়েটের চলমান সমস্যা নিরসনের লক্ষ্যে একজন ভিসি নিয়োগ দেওয়া হলেও সংকট নিরসন হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button