কুয়েট অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির যৌথ সভায় জরুরী ভিত্তিতে কুয়েট বান্ধব একজন ভিসি নিয়োগের আহবান

# বিশ^বিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের(কুয়েট) চমান অচলাবস্থা নিরসনে জরুরী ভিত্তিতে বিশ^বিদ্যালয় বান্ধব একজন ভিসি নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আহবানে জরুরী যৌথ সভা করেছে কুয়েট অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতি।
গতকাল ৩ জুন বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ^বিদ্যালয়ের তিন সমিতির কার্যনির্বাহী কমিটির এ জরুরী যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ^বিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক। সভা পরিচালনা করেন কর্মকর্তা সমিতি সাধারণ সম্পাদক আহসান হাবিব। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বিশ^বিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে প্রশাসনিক শুন্যতা নিরসনপূর্বক ও বেতন ভাতাদিসহ বিদ্যমান সকল অচলাবস্থা নিরসনে একজন কুয়েট বান্ধব ভিসি নিয়োগ দিয়ে বিশ^বিদ্যালয়ের গভীর সংকট ও হতাশার মধ্যে থেকে উত্তোরনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।যৌথ সভায় উপস্থিত ছিলেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ মঈনুল হক, সহ-সাধারণ সম্পাদক জনাব গোলাম কিবরিয়া, কর্মকর্তা সমিতির সভাপতি জনাব মোঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক জনাব আহসান হাবিব, কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ শাহরিয়ার খান, সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসিব সরদার এবং অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ইতঃপূর্বে কুয়েটের চলমান সমস্যা নিরসনের লক্ষ্যে একজন ভিসি নিয়োগ দেওয়া হলেও সংকট নিরসন হয়নি।