স্থানীয় সংবাদ
খুলনার হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শান্তা ইসলাম (৪৫)নামের এক নারীর ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে হোটেলের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষ থেকে ফ্যানে ঝুলানো লাশটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় আসমা নাম ব্যবহার করে ওই নারী কক্ষটি ভাড়া নেন। সে ঢাকার শাহাজাদপুরে গৃহ পরিচারিকার কাজ করতো। সেখান থেকে পাঁচ হাজার টাকা চুরি করে পালিয়ে আসে। সিআইডি ও পিবিআই-এর একটি টিম ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে বলে সদর থানার ওসি হাওলাদার হোসাইন মাসুম জানান। তিনি জানান, সুরতহাল শেষে লাশ খুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।