আশাশুনির কাপসন্ডায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে থানায় ষড়যন্ত্রমূলক অভিযোগ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাপসন্ডা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, তালাবদ্ধ করা ও হুমকী ধামকীর পর উল্টো টাকা ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ এনে থানায় মামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৫ জুলাই) সকাল ৭ টার দিকে খাজরা ইউনিয়নের কাপসন্ডা বাজারে এ ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীনের দুই ছেলে চাকরীজীবি। একপুত্র চাকুরীর পাশাপাশি অবসর সময়ে বাজারে ব্যবসা করে থাকেন। তাদের শরীকদের সাথে জমিজমার বিরোধ চলে আসছে। আপোষ মীমাংসার জন্য তারা প্রস্তাব ও চেষ্টা করে আসছিল। কিন্তু প্রতিপক্ষ মৃত ছদর উদ্দীনের ছেলে হালিম গত ৩ জুলাই ৫/৭ জনকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে গেটে ধাক্কা উগ্রতা দেখাতে থাকলে শান্তিপ্রিয় মুক্তিযোদ্ধা বিভিন্ন ব্যক্তিকে মোবাইল জানালে আশরাফুল ইসলাম, গনি সরদার, সৈয়দ আলী মোড়ল, মইনুর সরদারসহ অনেকে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এবং বিষয়টি নিয়ে আগামী সোমবার (৭ জুলাই) বসাবসির দিন ধার্য করেন। উভয় পক্ষ সিদ্ধান্তে সম্মত হওয়ার পরও হালিম সরদার তার পক্ষীয় ইমরান, পলাশ, সিরাজুলসহ কয়েক জন কাপসন্ডা বাজারে নাজমুলের দোকানে গিয়ে গালিগালাজ ও মারতে উদ্যত হয়। এসময় মইনুর রহমান তাদেরকে বাধা দিয়ে শান্ত করার চেষ্টা করে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ফিরে যায়। নাজমুল ৮ টার পর চাকুরী স্থল পারিশামারী কমিউনিটি ক্লিনিকে চলে গেলে প্রতিপক্ষ পুনরায় সেখানে তাদের লোক পাঠিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়।
প্রত্যক্ষ দর্শী মইনুর, তাছলিমা খাতুন, ছালমা খাতুন, নাজমুল, সেলিম রেজা উপরোক্ত কথার সাথে একমত হয়ে জানান, সেখানে তেমন কোন ঘটনা ঘটেনি, চাঁদা দাবী বা টাকা ছিনিয়ে নেওয়ার কোন কিছুই হয়নি, তুচ্ছ ঘটনাকে ষড়যন্ত্র ও মিথ্যার প্রলেপ লাগিয়ে নিজেরা দোকানে হামলা ও তালা লাগানোর পরও প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় চাঁদা দাবী, টাকা ছিনতাইসহ নানা অভিযোগ হাস্যকর। এব্যাপারে সুষ্ঠু তদন্তান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান হয়েছে।