স্থানীয় সংবাদ

খুলনায় হোটেলে নিহত নারীর পরিচয় এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ

# নারীর মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন #

স্টাফ রিপোর্টার : খুলনায় হোটেল থেকে উদ্ধারকৃত মৃত নারীর পরিচয় তিন দিন অতিবাহিত হলেও এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। ইতোমধ্যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে ওই নারীর মৃত্যু নিয়ে। শনিবার (৫ জুলাই) বিকেলে মরদেহের ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে তাকে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে খুলনা পিবিআই এবং সিআইডির বিশেষ টিম মরদেহটির পরিচয় শনাক্ত করতে না পারলেও তার দেহ থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়। যা পরীক্ষার জন্য আদালতের আদেশের জন্য অপেক্ষা করছে পুলিশ। তবে যে হোটেলটিতে লাশ পাওয়া গেছে তা নিয়েও চলছে নানা আলোচনা-সমালোচনা। অনুসন্ধানী একাধিক সুত্র অনুযায়ী জানা গেছে, এ হোটেলটিতে এর আগেও একাধিকবার এসেছে ওই নারী। এছাড়া নগরীর বিভিন্ন হোটেলে ছিল তার অবাধ যাতায়াত। হঠাৎ করেই এই রহস্যময় নারীর রহস্যজনক মৃত্যু নিয়ে চলছে নানা রকম গুঞ্জন। এমনকি এ ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত কোন কুলকিনারা পাইনি পুলিশ। এই মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা নিয়েও চলছে নানা গুঞ্জন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আরিফুর রহমান বলেন, শুক্রবার মরদেহ উদ্ধার হওয়ার পর সেখানে খুলনা পিবিআই এবং সিআইডির বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ওই নারীর ফিঙ্গার ম্যাচ করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। এটি আত্মহত্যা না-কি হত্যাকান্ড রিপোর্ট হাতে আসলে সবকিছু পরিস্কার হয়ে যাবে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, উদ্ধার হওয়া মৃত নারীর পরিচয় এখনও মেলাতে পারেনি পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ওই নারীর লাশ দাফন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে ওয়েস্টার্ন ইন হোটেলে তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষ জন্ম সনদ দিয়ে ভাড়া নেয় আসমা নামের এক নারী। পরেরদিন শুক্রবার সকালে হোটেলে নাস্তা করেন তিনি। দুপুর সাড়ে ১২ টার দিকে হোটেলে কর্মচারী ডাকলে ভেতর থেকে কোন সাড়া দেয়নি ওই নারী। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ দরজার লক ভেঙ্গে ওই নারীর ঝুলন্ত মরদেহ রুম থেকে উদ্ধার করে। সেখান থেকে ৬টি সিম কার্ডও উদ্ধার করা হয়, যার মধ্যে একটি অকার্যকর এবং আরেকটি বিদেশী নম্বর ছিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button