স্থানীয় সংবাদ

বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনসহ প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করে আধুনিক ফুলতলা-ডুমুরিয়ার রূপান্তরে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে

# ফুলতলা ও খানজাহান আলী থানা এলাকার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আলী আজগর লবী #

স্টাফ রির্পোটার/ খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী বলেছেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরা লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থা থেকে ফিরে আসতে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তিনি বিল ডাকাতিয়ার প্রসঙ্গে বলেন যুগযুগ ধরে চলে আসা এই সমস্যার সমাধানে সাংবাদিক, সুশিল সমাজসহ বিভিন্ন শ্রেনী পেশা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাস্টারপ্লান করে স্থায়ী সমাধানে কাজ করা হবে। জলাবদ্ধতা নিরসনে ইতো মধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি। এই অঞ্চলের মানুষের কৃর্ষিঋণ মৌকুপে কাজ করছি যার সুফল দ্রুতই দেখা যাবে। বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন, গ্রামাঞ্চলের উন্নয়নের মধ্য দিয়ে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করে আধুনিক ফুলতলা-ডুমুরিয়ার রূপান্তরে তার সর্বোচ্চ অগ্রাধিকারের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়নসহ সকল কর্মকান্ডে স্থানীয় সাংবাদিক এবং জনগণের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। তিনি আবেদগ তাড়িত কণ্ঠে বলেন, পৈত্রিক বাপ-দাদার ভিটামাটি এই অঞ্চলে আর এই অঞ্চলে কাজ করার সুযোগ পেয়েছি সেটা যথার্থ কাজে লাগাবো এটা আমার অঙ্গীকার। এখন থেকে আমার সকল কর্মকান্ড হবে ফুলতলা ডুমুরিয়া কেন্দ্রীক।
তিনি ৬ জুলাই রবিবার বেলা ১২ টায় দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফুলতলা ও খানজাহান আলী থানা এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। মতবিনিময়কালে আলী আজগর লবী আরো বলেন আমি ফুলতলা-ডুমুরিয়া এলাকার সন্তান আমার দল বিএনপির হাইকমান্ড এবং এই অঞ্চলের মানুষ চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লবী বলেন, বিগত দিনে গণতন্ত্র হরণ করে হয়েছে ভোট ডাকাতি আর ভোট ছিনতাই আর এবার হবে ভোট উৎসব। প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরওয়ার নাম উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক ভাবে আর্দশীক পার্থক্য থাকতে পারে কিন্তু ভোটের মাঠে আমরা একে অপরের ভাই ভাই। আমাদের মধ্যে এমনই গভীর সম্পর্ক বিরাজমান। ভোটের ফলাফলে যাই হোক আমরা একে অপরে মিলে মিশে কাজ করবো।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটা। এ সময় উপজেলা কৃষক দলের আহবায়ক ইব্রাহীম সরদার, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনিছুজ্জামান পলাশ, শেখ আলমগীর হাসান, মাতাহার হাসান কিরণ, টিটা জমাদ্দার, জাহিদ হাসান লাভলু, মঈন উদ্দিন শুভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি নেতা আলী আজগর লবী।
উল্লেখ্য বিএনপি নেতা মোহাম্মাদ আলি আজগর লবি দলের উচ্চ পর্যায় থেকে খুলনা-৫(ফুলতলা-ডুমুরিয়া) আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচনের সবুজ সংকেত পেয়ে প্রতিদিনই সংসদিয় আসনে বিভিন্ন সভা-সমাবেশ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসুচি পালন করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button