সেবার মান বৃদ্ধির জন্য গ্রাহক জরিপ পরিচালনা করবে বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন

খবর বিজ্ঞপ্তি ঃ ওজোপাডিকোর গ্রাহক সেবার মান বৃদ্ধির জন্য গ্রাহক পর্যায়ে জরিপ পরিচালনা করবে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি ২১৪০। জরিপ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে তা সমাধানের জন্য সরকার ও বিতরণ কোম্পানির নিকট দাখিল করা হবে। ২১ জেলাব্যাপী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তত্ত্বাবধানে প্রচার ও প্রকাশনা, যুব এবং শিক্ষা ও গবেষণা কমিটির সদস্যবৃন্দ সরাসরি গ্রাহকের নিকট উপস্থিত হয়ে জরিপের জন্য প্রস্তুতকৃত নির্ধারিত ফর্মে তথ্য সংগ্রহ করবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল বা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের পরিসংখ্যান বিভাগের সম্মানিত শিক্ষক অথবা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিস-বিলস্ এর পরামর্শ ও সহায়তাক্রমে জরিপ পরিচালিত হবে এবং তথ্য বিশ্লেষণ করা হবে। ওজোপাডিকো ১৬ লক্ষ গ্রাহকের শতকরা একভাগ অর্থাৎ ১৬ হাজার গ্রাহককে স্যাম্পল সাইজ ধরে এই জরিপ পরিচালিত হবে। সফলভাবে জরিপ পরিচালনার প্রস্তুতির জন্য আজ ইউনিয়নের শেরেবাংলা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জরিপ পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শেখ সিদ্দিকুর রহমান, শেখ মোহাম্মদ আলিম, হুমায়ূন কবির ,কাজী আলী আহসান সানি, মোস্তাফিজুর রহমান তুহিন, আলী হোসেন, মাহমুদুল হক, আব্দুস সালাম, কবির হোসেন ফরাজী, জাকির হাসান, জাকির আলম খান, হাফিজুর রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ রিফাত হোসেন সহ কেন্দ্রীয় প্রচার প্রকাশনা, শিক্ষা ও গবেষনা এবং যুব কমিটির সদস্য বৃন্দ।