স্থানীয় সংবাদ

যশোর হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক : পুলিশে সোপর্দ

যশোর ব্যুরো ঃ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাক্তার সেজে প্রতারণা করতে গিয়ে আব্দুর রহমান ওরফে রাকিব নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি নিজেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের মেডিকেল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী বলে দাবি করে দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রতারণা করে আসছিলেন। কিন্তু গতকার ৭ জুলাই সোমবার বেলা সাড়ে ১২টায় তিনি ধরা পড়েন। আটক আব্দুর রহমান রাকিব শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, মূলত সে নিজেকে ইন্টার্ন ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। গত ১০ থেকে ১৫ দিন আগে রাকিব পুরাতন কসবা কাঠালতলা এলাকার সানজিদা নামের এক নারীর কাছ থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়। একইভাবে সোমবারও ডাক্তার সেজে চিকিৎসাসেবার নামে প্রতারণা করছিল। পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button