স্থানীয় সংবাদ

রূপসায় ভ্যান চালক হত্যার একমাস পর ২ যুবক গ্রেফতার : স্বীকারোক্তি প্রদান

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় রবিউল নামে এক ভ্যান চালক হত্যার একমাস পর ২ যুবককে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল কবীর এর আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। গ্রেফতারকৃতদের নিকট থেকে হত্যায় ব্যবহারিত রশি ও নিহতের মোবাইল ফোন উদ্বার করেছে।খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল মো: সাইফুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুক্তরায় চেীধুরী পিপিএম ও থানার এস আই নাজমুল হুদা এবং আইচগাতী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আশরাফুল ইসলামের নেতৃতে সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুুলিশ জানায়, গত ৮ জুন দুপুরে উপজেলার শ্রীফলতলা গ্রামের ইদ্রিস আলীর কলা বাগানের মধ্যে ভ্যানচালক রবিউলের অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্বারের পর রবিউলের লাশ বলে সনাক্ত করে তার পরিবার। অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করার পর পুলিশ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একমাস পর হত্যার সাথে জড়িত থাকায় ২ যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বিল্লাল ও রিয়াজ। তারা দুই বন্ধু। তাদের বাড়ি আইচগাতি ইউনিয়নের দেয়াড়া এলাকায়। সোমবার (৭ জুলাই) ভোরবেলা ডিবি ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকার করে যে, ভ্যান চালক রবিউলকে ভ্যান নিয়ে যাওয়ার জন্য তাকে হত্যা করে। এছাড়া তারা আরো জানায়, বিল্লাল ভ্যান চালক ও রিয়াজ বড়বাজারে লেবারের কাজ করত। দুইজনের কাজ না’থাকায় তারা ঈদকে সামনে রেখে ভ্যান ছিনতাইয়ের সিন্ধান্ত নেয়। গত ৪ জুন সন্ধ্যায় খুলনার শহর থেকে হ্যান্ডগ্লোপ ও রশি ক্রয় করে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় গ্রেফতারকৃতরা বেলফুলিয়া স্কুল মোড় থেকে রবিউলকে ৫শত টাকা দেওয়ার কথা বলে নন্দনপুর বৌ বাজার এলাকায় নিয়ে যায়। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে উক্ত ঘটনাস্থলে আসলে আসামীরা ভ্যানচালকের পিছন দিক থেকে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে। হত্যা নিশ্চিত করার জন্য ইট দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়। লাশ উদ্বারের পর মামলাটি তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পায় এস আই নাজমুল হুদা। দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেফতার করে। গত ৪জুন সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় ৫ জুন রবিউল নিখোঁজ হওয়ার পর তার ভগ্নিপতি আল আমিন বাদী হয়ে রূপসা থানায় অভিযোগ দায়ের করেন এবং সে সহজ সরল প্রকৃতির একজন মানুষ ছিলেন। সে অবিবাহিত থাকায় মা ও বড় ভাই এর সাথে আইচগাতি ইউনিয়নের দেয়াড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করত বলে নিহতের পরিবার জানায়। রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভ্যান চালক রবিউলের লাশ উদ্বারের পর বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ভ্যান চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায় বলে তারা স্বীকার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button