স্থানীয় সংবাদ

মুরাদ বিন আমজাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি হেফাজতে ইসলামের

# খুলনায় ধর্মীয় অবমাননাকর বক্তব্য প্রদানকারী #

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র কাবা হাজরে আসওয়াদ পাথর ও হজসহ ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিথ্যাচার ও অবমাননাকর বক্তব্য প্রদানকারী মুরাদ বিন আমজাদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। আজ সোমবার দুপুরে এ দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি খুলনা মহানগরীর শিপইয়ার্ডস্থ লবণচরার (জিন্নাহপাড়া ৯ম গলি) আমজাদের পুত্র ‘মুরাদ বিন আমজাদ” নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্যে ইসলাম ধর্মের অন্যতম মূল স্তম্ভ নামাজ, পবিত্র হজ্জ, হাজরে আসওয়াদে চুম্বন, কাবা শরীফ তাওয়াফ ও ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ নানাবিধ বিধান নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য ও ধর্ম বিদ্বেষী মন্তব্য করেছেন।
তার বক্তব্য নি¤œরুপঃ হাজরে আসওয়াদ পাথরকে নারীদের গোপনাঙ্গের সাথে তুলনা করা, নামাজ সংক্রান্ত বিষয় বিভ্রান্তকর বক্তব্য দেওয়া, হাজরে আসওয়াদ চুম্বন করাকে মূর্তিপূজার শামিল বলা, পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা পূজার সমানসহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ধর্ম বিদ্বেষী মন্তব্য করেছেন।
আরও উল্লেখ করা হয়, এই ধরণের বক্তব্য শুধু ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতই নয়, বরং ধর্মীয় সহিংসতা উসকে দেওয়ার মতো মারাত্মক অপরাধ। তার বক্তব্য বাংলাদেশের সংবিধান, ডিজিটাল নিরাপত্তা আইন এবং দ-বিধির পরিপন্থি। অবিলম্বে মুরাদ বিন আমজাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ধর্মীয় শান্তি ও সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানানো হয়।
স্বারকলিপি প্রদানকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোস্তাক আহমদ, খুলনা মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, মহানগর সহ-সভাপতি মুফতি জিহাদুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস জাহানাবাদী, সদর থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ কাফী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, সদর থানা সাধারণ সম্পাদক মুফতি জাকির হুসাইন, মহানগর সহ- সাধারণ সম্পাদক ইমদাদুল্লাহ আজমী, সদর থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মাছুম বিল্লাহ, হাফেজ মাওঃ ফয়জুল্লাহ সিদ্দিকী, মাওলানা বিলাল শরীফ, মাওলানা নূর হুসাইন, মুফতি শফিকুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button