খুলনা বিশেষায়িত হাসপাতালে পকেটমার আটক

স্টাফ রিপোর্টর: খুলনা বিশেষায়িত হাসপাতাল থেকে পকেটমার আটক করা হয়েছে। গতকাল সকাল এগারোটায় খুলনা বিশেষায়িত হাসপাতাল এর এক্স-রে রুমের সামনের থেকে ভুক্তভোগী এক প্রতিবন্ধি রোগীর পকেটে হাত দেয়ার সময় রফিকুল ইসলাম নামে এক পকেটমারকে হাতে নাতে আটক করা হয়্ । বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শিরা বলেন, হাসপাতালটির এ-রে রুমের সামনে সব সময়ে রোগীর জটলা থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রায় সময়ে চিকিৎসা প্রত্যাশিত রোগীর কাছ থেকে মোবাইল, নগদ অর্থ চুরি করে আসছিল একটি চক্র। এর আগেও বেশ কয়েকবার চোর ধরা হয়েছে। তবে গতকাল একজন মুখ বধির প্রতিবন্ধি রোগীর পাঞ্জাবির পকেট এ হাত ঢুকিয়ে টাকা নেয়ার সময়ে হাত ধরে ফেলেন রোগী। পাশপাশি থাকা রোগীরাও বিষয়টি দেখে তাকে ধরে। হাসপাতালটির দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মি আনসার সদস্যদের কাছে দেয় হয়। এ বিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, গতকাল খুলনা বিশেষায়িত হাসপাতাল থেকে সাধারণ জনতা একজন পকেটমারকে আটক করে। আমি তাৎক্ষনিক মোবাইল টিম পাঠিয়ে দেই। এছাড়া পকেটমারে বাড়ী জিরোপয়েন্ট এলাকায়, সে একজন মাদকাসক্ত। তাকে আটক করার পর সেই জায়গায় মলত্যাগ করে গন্ধ গন্ধ করে ফেলে। পরে তার বিরুদ্ধে কোন ব্যক্তি সরাসরি লিখিত অভিযোগ না করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।