স্থানীয় সংবাদ

ফুলতলায় পঁচা মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে জেল ও জরিমানা

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলার শিকিরহাটে পঁচা মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যক্তিকে ৫ হাজার টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। গতকাল বৃহঃস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অফিসসুত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মৃত কিলু শেখ এর পুত্র মোঃ ইব্রাহিম শেখ ও নগরীর গল্লামারী এলাকার আঃ জলিল হাওলাদারের পুত্র আঃ রহমানকে গরুর পঁচা মাংস বিক্রির দায়ে এ জরিমানা ও দন্ডাদেশ প্রদান করা হয়। এ সময় ১’শ কেজি মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ জেল্লাল হোসেন ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুমাইয়া ইসলাম।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button