৬ মাস ব্যাপী ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত। গতকাল সকাল ১০ টায় খুলনা বয়রাস্থ ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় জানুয়ারি টু জুন কোর্সের ৬ মাস মেয়াদী কোর্সে পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা দক্ষিণ অঞ্চলের ডিজিটাল পোস্ট অফিস প্রশিক্ষণ কোর্স শেষে ১৩৫ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। সমাপনী পরীক্ষা পরিদর্শন করেন পোস্টমাস্টার জেনারেল,দক্ষিণাঞ্চল,খুলনা মুহঃ জহুরুল আলম, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল খুলনা বিভাগ মিরাজুল হক,পোস্টাল একাডেমী রাজশাহী প্রশিক্ষক মোঃ রুহুল আমিন, সুপারিনটেনডেন্ট (তদন্ত) পি এমজি অফিস খুলনা মোঃ বাবুল আখতার, পোস্ট অফিস পরিদর্শক প্রশাসন খুলনা বিভাগ মো: ওবায়দুর রহমান, পোস্ট অফিস পরিদর্শক খুলনা দক্ষিণ উপ বিভাগ এস এম তরিকুল ইসলাম । ডাক কর্মচারী- চিন্ময় বিশ্বাস, মোঃ হানিফ শেখ, মোঃ ইমরান হোসেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরামের সংগঠক প্রধান এস এম মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাপ্পি ,কোষাধক্ষ্য মোঃ রমজান মোল্যা, মিডিয়া সম্পাদক সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ,উদ্যোক্তা সজীব মন্ডল, বলাই বসাক, আশরাফুল ইসলাম. শেখর চন্দ্র প্রমূখ।