স্থানীয় সংবাদ

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে ৩টি ট্রলারসহ ২৭ জেলে আটক

# নিষেধাজ্ঞা উপেক্ষা #

আজাদুল হক, বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা ২৭ জেলেসহ তিনটি ট্রলার আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরার জাল। বনবিভাগ জানায়, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীমের সদস্যরা নিয়মিত টহলদান কালে বৃহস্পতিবার দিনব্যাপী দুবলারচরের মেহেরআলী ও ডিপোরখাল থেকে ৩টি মাছধরা ট্রলারসহ ২৭ জেলেকে আটক করে। এ সময় জব্দ করা হয় জেলেদের মাছ ধরার জাল ও অন্যান্য সমাগ্রী। আটক জেলেরা বনবিভাগের মাছ ধরার পাস পারমিট ছাড়াই সুন্দরবনের নদী ও খালে মাছ ধরতে গিয়েছিলো বলে বনরক্ষীরা জানান। আটক জেলেদের বাড়ী খুলনার কয়রা, বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়। স্মার্ট টীমের সদস্যরা আটক ট্রলার ও জেলেদের আলোরকোল ফরেষ্ট্ টহল ফাঁড়িতে সোপর্দ করেছে । পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব শুক্রবার সকালে বলেন, দুবলারচরে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হবে । গত ১ জুন থেকে আগামী ৩১ আগষ্ট-২০২৫ পর্যন্ত সুন্দরবনে মাছধরা ও প্রবেশে জনস্বার্থে তিন মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button