স্থানীয় সংবাদ

রূপসায় অন্তঃসত্তা স্ত্রীসহ এক দম্পতি দুর্বৃত্তদের হামলা আহত

রূপসা প্রতিনিধি : রূপসায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ এক দম্পতি পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় আহত। ভুক্তভোগী সূত্রে জানা যায়,রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের শাহরুল আলম সম্রাট (২৮) তার স্ত্রী রিমা আক্তার( ২৬) কে নিয়ে ১০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা থেকে মোটরসাইকেল যোগে চাঁদপুরে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। তেরখাদা উপজেলার শেখপুরা বাজার সংলগ্ন রাস্তায় পৌঁছালে শেখপুরা জাহিদ শেখের ছেলে জনি শেখ সহ চার- পাঁচজন অতর্কিত হামলা চালায়। সম্রাট তার স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে একটি দোকানে আশ্রয় নেয়। বিষয়টি জানাজনি হওয়ার পর মুরাদ মোল্লা ও ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম নন্দু ঘটনা স্থলে যায়। একপর্যায়ে জাহিদ শেখের উপস্থিতি তে ঘটনার মিমাংসা হলে চেয়ারম্যান নন্দু ও মোরাদ মোল্লা চলে যায়।সম্রাট ও রিমা শেখপুরা খেয়া ঘাটের দিকে যাওয়ার সময় পুনরায় জনি একটি বাইকে আরো তিনজন সঙ্গী নিয়ে তাদের উপর হামলা চালায় । হেলমেটের উপর দিয়ে চাইনিজ কোড়াল দিয়ে কোপ দেয় এবং সাথে থাকা তিন জন হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটাইতে থাকে। স্বামীকে বাঁচাতে রিমা ঠেকাতে গেলে সেও আঘাত প্রাপ্ত হয়,রিমার তলপেটে প্রচন্ড আঘাত লাগায় বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মা ও শিশু কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
সম্রাটের শরীরে অসংখ্য হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে, সেও মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় চিকিৎসাধীন।
এ দিকে ঘটনার জন্য এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিয়ালী – শেখপুরা খেয়াঘাট বন্ধ রয়েছে, ঘাটে লাল পতাকা উড়তে দেখা যায়। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button