স্থানীয় সংবাদ

খুলনায় চলছে ২১ দিনব্যাপী বৃক্ষমেলা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে। বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজক কমিটির তথ্য অনুযায়ী গত ৭ জুলাই মেলা শুরু হওয়া থেকে গতকাল ১১ জুলাই সকাল পর্যন্ত ১০ হাজার চারশত ২৩টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিক্রি হয়েছে, যার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার দুইশত ৬৫ টাকা। মেলায় ৬১টি স্টলে বনজ, ফলজ, ঔষধি, শোভাবর্ধক, ফুল-সহ বিভিন্ন ধরণের গাছের চারা বিক্রি করা হচ্ছে। স্টল মালিকরা জানান, আবহাওয়া প্রতিকূল থাকলেও এবছর বৃক্ষমেলার বিক্রি মোটামুটি ভালো। আগামী দিনগুলোতে গাছের চারা বিক্রি বাড়বে বলে তারা আশাবাদী।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button