এসসিএসকেতে এ্যাস্ট্রে অলিম্পিয়াড ১৮ জুলাই

স্টাফ রিপোর্টার ঃ মহাকাশ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করার লক্ষ্যে খুলনা বিভাগীয় পর্যায়ের এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৫ আগামী ১৮ জুলাই সকাল সাড়ে নয়টায় খুলনার ফুলতলায় অবস্থিত মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনাতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সনদপত্র ও মেডেল প্রদান করা হবে। আগ্রহীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন (িি.িধংঃৎড়হড়সু নধহমষধ.পড়স/ ঙষুসঢ়রধফ ২০২৫)। প্রসঙ্গত, ১৪ থেকে ১৫ বছর জুনিয়র এবং ১৬ থেকে ১৮ বছরের সিনিয়র গ্রুপের ছাত্র-ছাত্রীরা বিভাগীয় বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে নির্বাচিত ৩০ জন আগামী ২৬ জুলাই চূড়ান্ত বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। জুনিয়র ও সিনিয়র গ্রুপ থেকে দুইজন করে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় আন্তর্জাতিক এ্যাস্ট্র অলিম্পিয়াডে পাঠানো হবে। এমসিএসকের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এ্যাস্ট্র অলিম্পিয়াডের উদ্দেশ্য হচ্ছে তরুন শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণা তথা মহাকাশ গবেষণায় আগ্রহী করে তোলা।