স্থানীয় সংবাদ

যশোরে এক নাবালিকা মেয়েকে অপহরনের দেড়মাস পর উদ্ধার : অপহরণকারী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ সদর উপজেলার খয়েরতলা বাজার এলাকায় থেকে এসএসসি পাশ মেহেনাজ ইসলাম (১৬) নামে এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার ১ মাস ২০ দিন পর পুলিশ উদ্ধার করেছে। এসময় অপহরণকারী শাহরিয়ারকে গ্রেফতার করেছে। এ ঘটনায় শনিবার ১২ জুলাই সকালে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন,কিশোরীর মাতা যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া গ্রামের মিনারুল ইসলামের স্ত্রী লিনা খানম। মামলায় আসামী করেন, একই এলাকার আব্দুল হালিমের ছেলে শাহারিয়ার,তার পিতা আব্দুল হালিম ও মাতা মোছাঃ লিজা। অপহৃতা কিশোরীর ২২ ধারার জবানবন্দি ও ডাক্তারী পরীক্ষা শনিবার সম্পন্ন হয়েছে।
মামলায় বাদি উল্লেখ করেন,তার মেয়ে ২০২৫ সালে যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ হতে এসএসসি পাশ করেছে। স্কুলে যাওয়া আসা পথে উক্ত যুবক শাহারিয়ার প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৪ মে সন্ধ্যা অনুমান ৭ টার সময় উক্ত কিশোরী নিজ বাড়ি থেকে খয়েরতলা বাজারে কিছু কেনাকাটা করতে যাওয়ার পথে খয়েরতলা বাজারে পৌছালে শাহারিয়া অন্যান্য আসামীদের সহায়তায় বাদির নাবালিকা মেয়েকে ফুসলিয়ে জোর পুর্বক মোটর সাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাদি উক্ত আসামীদের বাড়িতে যেয়ে তার মা বাবাকে জানিয়ে মেয়ে ফেরত চাইলে তারা ফেরত দিবেনা বলে হুমকী ধামকী দিয়ে তাড়িয়ে দেয়। আসামীরা বাদির মেয়েকে অজ্ঞাতস্থানে আটক করে রেখেছে। যে কোন সময় বাদির নাবালিকা মেয়েকে বড় ধরনের ক্ষতি করতে পারে। বিভিন্নস্থানে মেয়েকে খোঁজাখুজি করে করে স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় এসে মামলা করে। এ দিয়ে পুলিশ শুক্রবার দিবাগত গভীর রাতে ক্ষিতিবদিয়া আসামীদের বাড়ি হতে অপহৃতা মেহেনাজ ইসলামকে উদ্ধার ও শাহরিয়ারকে গ্রেফতার করে। শনিবার ১২ জুলাই আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button