স্থানীয় সংবাদ

যশোর শহরের পুরাতন কসবায় গতিরোধ করে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই : সন্ত্রাসী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ প্রকাশ্যে শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকায় শাকিল (২৩) নামে এক ফার্মেসী দোকানের কর্মচারীকে গতিরোধ করে চিহ্নিত সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নগদ ১৫শ’ টাকা কেড়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার ১১ জুলাই দিবাগত গভীর রাতে মামলাটি করেন আহত যুবক শাকিলের ঝিনেদা জেলার কালীগঞ্জ থানার সুন্দরপুর বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা লিচু বিবি রোড (লিচুবাগান) এলাকার মাসুদুর রহানের স্ত্রী পারুল বেগম। মামলায় আসামী করা হয়, শহরের ২৭,পুরাতন কসবা বিবি রোড (লিচুবাগান) এলাকার শেখ রিপনের ছেলে রিফাত আহমেদ সানিপ,একই এলাকার মৃত শেখ আব্দুল খালেকের ছেলে শেখ রিপন,পুরাতন কসবা আমবাগানের আমির হোসেনের ছেলে স¤্রাট,আলমগীর হোসেন, শেখ রিপনের স্ত্রী সাবিনা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩জন। পুলিশ শেখ রিপনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
বাদি মামলায় উল্লেখ করেন,তার ছেলে শাকিল ফার্মেসীর দোকানে কাজ করে। গত ৯ জুলাই বিকাল অনুমান ৫ টার সময় সে পুরাতন কসবা লিচু বাগান জনৈক ববির বাড়ির সামনে উক্ত দোকান থেকে বাড়িতে আসার পথিমধ্যে উল্লেখিত আসামীরা তার গতিরোধ করে চারিদিক থেকে ঘিরে ফেলে। কোন কিছু বুঝে ওঠার আগেই সানিপ চাকু বের করে আঘাত করে ঠেকাতে গেলে তার ডান নিতম্বে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। রিপন শেখ ধারালো চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে ঠেকাতে ডান হাতে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। শাকিল মাটিতে পড়ে গেলে স¤্রাট ও সাবিনা কৌশলে শাকিলের পকেটে থাকা নগদ ১৫শ’ টাকা কেড়ে নেয়। বাদির ছেলের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা প্রাণ নাশের হুমকী দিয়ে দ্রুত চলে যায়। গুরুতর অবস্থায় শাকিলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।মামলা হওয়ার পর কোতয়ালি থানা পুলিশ এজাহার নামীয় আসামী মৃত আব্দুল খালেকের ছেলে শেখ রিপনকে আটক করে ১২ জুলাই দুপুরে আদালতে সোপর্দ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button