স্থানীয় সংবাদ

জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের খুলনাসহ পাঁচ ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে কর্মি সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের উদ্যোগে খুলনা ট্যাক্সেস বার ইউনিট, ঝিানাইদহ ট্যাক্সেস বার ইউনিট, কুষ্টিয়া ট্যাক্সেস বার ইউনিট, চুংয়াডাঙ্গা ট্যাক্সেস বার ইউনিট ও সাতক্ষীরা ট্যাক্সেস বার ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে এ কর্মি সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মোঃ আব্দুল মতিন। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম খুলনা বিভাগের সাবেক সাবেক সভাপতি হারুন-অর রসিদ (হেলাল) এর সভাপতিত্বে ও খুলনা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক এ এইচএম মাহবুুবুস সালেকিন, খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ¦ খান মনিরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সেক্রেটারী মোঃ মনজুর হোসেন পাটোয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম রাশেদ বাবু, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হোসেন খান।
কর্মি সম্মেলনে খুলনা ট্যাক্সেস বার ইউনিট, ঝিানাইদহ ট্যাক্সেস বার ইউনিট, কুষ্টিয়া ট্যাক্সেস বার ইউনিট, চুংয়াডাঙ্গা ট্যাক্সেস বার ইউনিট ও সাতক্ষীরা ট্যাক্সেস বার ইউনিট কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম খুলনা জেলা শাখা কমিটিতে এড. শফিকুল আলম মনা, হারুন-অর-রশিদ হেলাল, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, খান মনিরুজ্জামানকে উপদেষ্টা, মোঃ আমিনুর রহমানকে সভাপতি, আওরঙ্গজেবকে সাধারণ সম্পাদক, এসএমজি নেওয়াজকে যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম রোকনুজ্জামানকে কোষাধ্যক্ষ, মোঃ জাহিদুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক, গনেষ চন্দ্র সরকারকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ মুজিবুর রহমানকে আইন বিষয়ক সম্পাদক, মোঃ নাজমুল হুদাকে দপ্তর সম্পাদক, জয়দেব কুমার সরদারকে প্রচার সম্পাদক, মোঃ আমিনুল ইসলামকে সম্পাদক পাঠাগার, এসএম আবু বককার সিদ্দিকী, শেখ হারুন-অর রশিদ, আনোয়ার হোসেন হাওলাদারকে সিনিয়র সদস্য, নাসিমা খাতুন, এসএম সিরাজুল মনির, মোঃ আল মামুন, চৌধুরী আব্দুস সবুর, শেখ আলী আকবর, মোঃ রফিকুল ইসলাম, এটিএম রুহুল কুদ্দুস, সৈয়দ মনিরুজ্জামান, এসএম মনিরুজ্জান, মোল্লা হাবিবুর রহমান, নাইমা আক্তার, আশরাফ আহমেদ ও মোঃ আব্দুল গফ্ফারকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button