স্থানীয় সংবাদ

স্ত্রীর পরকিয়ার কারণে স্বামীর আত্মহত্যা

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ বটিয়াঘাটার উপজেলার পার-বটিয়াঘাটা গ্রামে গতকাল রবিবার স্ত্রীর পরকিয়ার কারণে সুজিত সরকার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ঠাকুরদাসের পুত্র। পুলিশ ও এলাবাসী সূত্রে জানা যায়, সুজিত সরকার বেশ কয়েক বছর ধরে শারিরীক ভাবে দুর্বল থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে তার স্ত্রী শবরীতা সরকার পরকিয়ায় জড়িয়ে পড়ে। সুজিত ব্যাপারটি জানতে পেরে স্ত্রীকে কয়েক বার নিষেধ করলেও সে পরকিয়া ছেড়ে আসতে পারেনি। ক্ষোভে দুঃখে অভিমানে সুজিত রবিবার গভীর রাতে ঘর থেকে বের হয়। তার স্ত্রী রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পুকুর পাড়ে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আত্মচিৎকার করলে বাড়ির আশপাসের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এটা হত্যা কি আত্মহত্যা এলাকার মানুষের মুখে মুখে, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলার দায়েরর প্রস্তুতি চলছিলো।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button