শরণখোলায় ৯ বছর পর বিএনপির সম্মেলন

# আনোয়ার সভাপতি-মিলন সম্পাদক নির্বাচিত #
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ দীর্ঘ ৯ বছর পর বাগেরহাটের শরণখোলায় শান্তিপূর্ণভাবে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত সভাপতি, মো. বেল্লাল হোসেন মিলন সাধারণ সম্পাদক, মহিউদ্দিন বাদল সাংগঠনিক সম্পাদক (১) এবং শামীম আহম্মেদ বাদল সাংগঠনিক সম্পাদক (২) নির্বাচিত হয়েছেন। উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সম্মেলন মনিটরিং টিমের আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এটি এম আকরাম হোসেন তালিম এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েতের সঞ্চালনয় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, সমশের আলী মোহন, ড. ফরিদুল ইসলাম, জেলা বিএনপি সদস্য মনিরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী মোল্লা। অতিথিদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় তাঁতীলীগের যুগ্ম আহবায়ক ড. কাজী মনিরজ্জামান মনির, জেলা বিএনপি সদস্য শেখ শাহেদ আলী রবি, সহকারী অধ্যাপক মো. হাদীউজ্জামান হিরো, রুনা গাজী, এ্যাডভোকেট ফারহানা জাহান নিপা প্রমূখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২৮৪ জন কাউন্সিলর ভোটারের মধ্যে ২৮১ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করেন।