খুনিদের মাহবুবের অবস্থান নিশ্চিত করা সজল গ্রেপ্তার

# খুলনার আলোচিত সাবেক যুবদল নেতা মাহবুব মোল্লা হত্যাকা- #
# জিজ্ঞাসাবাদে সজল : কিলিং মিশনের আগে খুনিরা ওই এলাকায় ঘোরাঘুরি করেছে #
# জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালত আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার আলোচিত দৌলতপুর মহেশ^রপাশা পশ্চিম এলাকায় খুন হওয়া সাবেক যুবদল নেতা মাহবুব রহমান মোল্লার হত্যাকা-ে অংশ নেয়া দুর্বৃত্তদের মাহবুবের অবস্থানটির বিষয়ে তথ্য আদান-প্রদান করা সজল শেখ (২৭) নামের আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামি হলেন- মহেশ^রপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সাহেব আলী শেখের পুত্র। ঘটনাস্থলের আশপাশে তার একটি খাবারের দোকান আছে। মাহবুব খুন হওয়ার পর আসামী সজল পালাতক ছিল। হত্যাকান্ডের সময়ে সজল খুব কাছাকাছি থেকে দৃবৃর্ৃৃত্তদের খবর আদান প্রদান করেছে। শনিবার গভীর রাতে মহেশ^রপাশা পল্লী তীর্থ স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং রবিবার দুপুরে খুলনা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাদত-৪’এ আসামীকে তোলা হয়। সুষ্ঠু তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করলে, শুনানি শেষে বিচারক মো. ফরিদুজ্জামান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন, বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী। এছাড়া খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ। ভিডিও ফুটেজ, ঘটনাস্থল হতে উদ্ধার হওয়া গুলির খোসা, গুলির পর রগ কেটে দেওয়াসহ নানা বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রে জানা গেছে, তথ্য ও তদন্তের ভিত্তিতে শনিবার গভীর রাতে মহেশ^রপাশা পল্লী তীর্থ স্কুল এলাকা থেকে আসামী সজলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, কিলিং মিশনে যারা অংশ নেয়, তাদেরকে মাহবুবরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে সজল। এ হত্যাকা-ে সজল সহযোগী হিসেবে কাজ করেছে এবং হত্যাকান্ডের সময়ে সজল খুব কাছাকাছি থেকে দৃবৃর্ৃৃত্তদের খবর আদান প্রদান করেছে।
জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, সম্প্রতি বাগেরহাটের রামপাল এলাকার একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামীরা জামিনে বের হয়। সম্প্রতি তারা মহেশ^রপাশা পশ্চিমপাড়া এলাকায় ঘোরাঘুরি করে। প্রায় তারা গ্রেপ্তার হওয়া সজলের দোকানে আসতো। জামিনে বের হওয়ার দু’তিন পর তারা সজলের দোকানের সামনে এসে মাহবুবের বাড়ীর দিকে তাকিয়ে গালমন্দ করে, শীঘ্রই দেখে নেওয়া হুমকি দেয়। ঘটনার দিনও বেলা ১১ টার দিকে জামিনে বের আসামী ঘটনাস্থলের আশপাশে আসে এবং মোটরসাইকেল টেনে বের হয়ে যায়। জিজ্ঞাসাবাদে খুন হওয়া মাহবুবের অবস্থান ও আসা-যাওয়া সংক্রান্ত বিষয়ে কাজ করা বিষয়টি স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া আসামী সজল। রবিবার দুপুরে খুলনা বিজ্ঞ মেট্রোপলিটন আদালতে (দৌলতপুর) আসামীকে তোলা হলে ব্যাপক জিজ্ঞাসাবাদরে জন্য সাত দনিরে রিমান্ডের আবেদন করলে, শুনানি শেষে আদালত আসামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী ও দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, খুনের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কয়েকটি বিষয়কে সামনে নিয়ে তদন্ত চলছে। তথ্য তদন্তের ভিত্তিতে রবিবার রাতে মহেশ^রপাশা এলাকা হতে সজল নামের এক আসামীকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে আসামী মাহবুব হত্যাকা-ে অংশ নেয়া খুনিদের মাহবুবের অবস্থান নিশ্চিত করেছে এবং পথ প্রদর্শক হিসাবে কাজ করেছে বলে স্বীকার করেছে। রবিবার দুপুরে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাদত-৪’এ আসামীকে তোলা হলে, শুনানি শেষে আদালত আসামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ। ভিডিও ফুটেজ, ঘটনাস্থল হতে উদ্ধার হওয়া গুলির খোসা, গুলির পর রগ কেটে দেওয়াসহ নানা বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারে সক্ষম হবো।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, এ হত্যাকা-ে সজল সহযোগী হিসেবে কাজ করেছে। আমরা এ তথ্য নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করেছি। শুধু এ হত্যাকান্ড নয় সে গোপন সংগঠনের তথ্য সরবরাহ করে থাকে। হত্যাকান্ডের সময়ে সজল খুব কাছাকাছি থেকে দৃবৃর্ৃৃত্তদের খবর আদান প্রদান করেছে। আদালত তার দু’দিনের রিমান্ড মজ্ঞুর করেছে। তার কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পাব এবং মূল খুনীদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে। উল্লেখ্য, শুক্রবার (১০ জুলাই) দুপুরে দৌলতপুর থানা মহেশ^রপাশা পশ্চিমপাড়া নিজ বাড়ীর সামনে প্রাইভেটকার পরিষ্কার করার সময় দুর্বৃত্তরা গুলি ও পায়ের রগ কেটে হত্যা করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু নিশ্চিত করে। সেখানে তার ময়নাতদন্তের কার্যক্রম শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ওই রাতে জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হয়। শনিবার (১২জুলাই) দুপুরে নিহতের পিতা আব্দুল করিম মোল্লা বাদি হয়ে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার একদিন পরই দৌলতপুর থানা যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লার খুনের ঘটনায় জড়িত (মাহবুবের অবস্থান নিশ্চিত করা) আসামী সজলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এছাড়াও খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ। ভিডিও ফুটেজ, ঘটনাস্থল হতে উদ্ধার হওয়া গুলির খোসা, গুলির পর রগ কেটে দেওয়াসহ নানা বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত চলমান রয়েছে।
ক্যাপশন: (১) খুলনায় দৌলতপুর মহেশ^রপাশা পশ্চিমপাড়া এলাকায় খুন হওয়া সাবেক যুবদল নেতা মাহবুব রহমান মোল্লার কিলিং মিশনে অংশ নেওয়া দুবর্ৃৃত্তরা, ফুটেজ থেকে সংগৃহিত (২) খুনের ঘটনায় কিলিং মিশনে অংশ দুর্বৃত্তদের মাহবুবের অবস্থানের তথ্য আদান-প্রদান করা আসামী সজল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ…….প্রতিনিধি।