বিএনপি’র কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামিমুর রহমার শামীম চুলকাটি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ

চুলকাটি প্রতিনিধি : বাগেরহাট জেলার চুলকাটি প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জননেতা কৃষিবিদ শামিমুর রহমান শামীম সৌজন্য সাক্ষাৎকারে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও কুশলাদি বিনিময় করেন। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭ টার সময়ে প্রসক্লাব হলরুমে চুলকাটি প্রেস ক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ হানিফ শিকদার, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন শাওন, মিজানুর রহমান মিঠু, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, রুম্মান মাহমুদ শৈশব, সদর থানার সেচ্ছাসেবক দলের আহবায়ক ফকির মাসুম বিল্লাহ, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো: বাবুল ফকির, বিএনপির নেতা মনজুরুল ইসলাম, মেহেদী হাসান রিয়াদ মোড়লপ্রমুখ। কৃষিবিদ শামিমুর রহমান শামীম জানান, সাংবাদিকদের কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পারস্পারিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। স্বৈরাচারের দোসররা বিএনপির নামে মিথ্যা অপপ্রচার ও অপোগুন্ডা না ছাড়াতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, বিএনপি’র বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুচিপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বিএনপি’র নীতি আদর্শ রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোন সম্পর্ক নেই,সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য, আমাদের খ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের, ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানান। এসময় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। গণমাধ্যম সঠিকভাবে কাজ করার সুযোগ পেলে এবং মানুষ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে উন্নতি হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন চাঁদাবাজ সন্ত্রাসের স্থান নাই।