খানাবাড়ী গার্লস হাই স্কুলের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

# শিক্ষার গুণগত মানুন্নয়নে সভাপতির পাঁচ সিদ্ধান্ত #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খানাবাড়ী গার্লস হাই স্কুলের এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। গতকাল ১৪ জুলাই সোমবার বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন(খোকন)।
সংবর্ধনা অনুষ্ঠানে ম্যানিজিং কমিটির সভাপতি মহিউদ্দিন বলেন, আমি দায়িত্বগ্রহনের পর বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। এই বিদ্যালয়টিকে খুলনা অঞ্চলে মডেল হিসেবে উপস্থাপন করার লক্ষ্যে আমি ৫টি সিদ্ধান্ত নিয়েছি যা দ্রুতই বাস্তবায়ন করা হবে। প্রতি মাসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে প্রতিনিধি সভা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৮০% উপস্থিতি নিশ্চিন্তে জরুরী সভার আয়োাজন করা, বিদ্যালয়ের ছাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত পার্শ্ববর্তী তিন থানার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভা করা এবং এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে অতিরিক্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সম্বর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন বিদ্যালয়ের জনবল সংকট, একাডেমিক ও আসবাপত্রের সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। ইতিমধ্যে বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তালার উর্ধ্বমুখী সম্প্রসারণের নির্মাণ কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে যার কাজ দ্রুত সময়ে ধরা হবে। বিদ্যালয়ে সুপ্রিয় পানির বড় অভাব ছিল যা সভাপতি মহোদয়ের চেষ্টায় সমাধানের ব্যবস্থার করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত সেনেটারী ব্যবস্থা এবং ক্লাসরুমের জন্য কিছু সংস্কারের জরুরী প্রয়োজন আছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় সংবার্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানিজিং কমিটির সদস্য মোঃ কবিরুল ইসলাম ও সাংবাদিক মোঃ শফিউদ্দিন। অনুষ্ঠানে আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ডালিয়া আক্তার, সিনিয়র শিক্ষক কুমোদ চৌধুরী, সহকারী শিক্ষক তাছলিমা খাতুন আফরোজা সুলতানা, নাসিমা আক্তার, জেয়ার্দার মোঃ জিয়াউল হাসান, তাপস কুমার মল্লিক, খঅদিজা আক্তার, উজ্জাল কুমার মন্ডল, মোশারফ হুসাইন, আঃ কাদের ও সুজন কুমার দে।