মণিরামপুরে জমি জায়গা নিয়ে বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের মণিরামপুরে জমি-জায়গা নিয়ে সৃষ্ট পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নান (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার দিবাগত মধ্যরাতে ঢাকায় চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই গ্রামের এজহার মোড়লের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার (১২ জুলাই) বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তাঁর স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে আব্দুল মান্নানের মৃত্যু হয়।
এই ঘটনায় হরিহরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জমি-জায়গা নিয়ে আব্দুল মান্নানের সাথে তার ভাই হান্নানের বিরোধ ছিল। সম্প্রতি তার ভাইয়ের ছেলে রহমতূল্যাহ বেপরোয়া হয়ে তাদের দ্বন্দ্বকে সংঘাতের দিকে নিয়ে যায়। ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে ঝগড়া হলে ছোট ভাইয়ের ছেলে রহমতূল্যাহ এলোপাতাড়িভাবে ধারালো দা দিয়ে চাচা মান্নান ও চাচি ফুলি বেগমকে কুপিয়ে জখম করে। দুই দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার দিবাগত রাত ১টার দিকে মানান মারা যান। আর তার স্ত্রী ফুলি বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত তিনজনÍআব্দুল হান্নান, তাঁর স্ত্রী রেশমা খাতুন ও ছেলে রহমতুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।