মণিরামপুরে দু’টি ট্রাকের ধাক্কায় ড্রাইভার ও হেল্পার নিহত

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে চলন্ত একটি ট্রাক দাড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পিছনে ধাক্কায় ড্রাইভার ও হেল্পার নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে মণিরামপুর বাজারের উত্তর মাথায় পুরাতন তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকের ড্রাইভার রাজু হোসেন (৩২) ও তার সহকারী (হেল্পার) এরফান হোসেন (২৮)। তাদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী মাছের খাদ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকের ভেতরে থাকা ড্রাইভার ও হেল্পার ঘটনাস্থলেই মারা যান। মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের সামনের অংশ কেটে দু’জনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনায় নিহত দু’জনের লাশ থানার হেফাজতে রয়েছে। তারা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।