স্থানীয় সংবাদ
খুলনায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের নামফলক

উন্মোচন করলেন শহীদ সাকিব রায়হানের বাবা-মা
স্টাফ রিপোর্টার : খুলনায় জুলাই শহীদ স্মৃতির স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকালে নগরীর শিববাড়ি মোড় জিয়া হলের সামনে ফলক উন্মোচন করেন জুলাই আন্দোলনে শহীদ সাকিব রায়হানের পিতা আজিজুর রহমান ও মাতা নূরুন্নাহার বেগম।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাহফুজুর রহমান, বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, ডিআইজি রেজাউল করিম ও জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।