স্থানীয় সংবাদ

খুলনায় পুলিশ পরিচয়ে খাদ্য কর্মকর্তাকে অপহরণ ঃ ৫ ঘণ্টা পর উদ্ধার

# দু’জন গ্রেফতার #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে রোববার সন্ধ্যা সাতটার দিকে সুশান্ত কুমার মজুমদার নামে একজন খাদ্য পরিদর্শককে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে। পথচারীদের ধারণকৃত মোবাইলের ভিডিওতে এমনটি দেখা যায়। এছাড়া অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রীর দায়েরকৃত একটি অভিযোগ থেকেও এমনটি জানা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এ অভিযোগ দায়ের করা হলে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে নামে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ১২ জনের নামে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী আলমগীর কবিরসহ দু’জনকে গ্রেফতার করেছে বলে তিনি জানান। অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় লিখিত অভিযোগে জানান, মো. রেজা ও বাবু ম-ল নামে দু’ ব্যক্তি এবং সঙ্গে আরও তিনজন তাকে অপহরণ করেছে। সুশান্ত কুমার মজুমদার ৪ নং ঘাটের খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। অপহরণের পর থেকে সুশান্ত কুমার মজুমদারের ব্যবহৃত মোবাইল নম্বর দু’টি বন্ধ পাওয়া যাচ্ছে বলে তার স্ত্রী দাবি করেন। আগেও বাবু ম-ল ওই পরিদর্শকের কাছে কয়েকবার টাকা দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। কিন্তু খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার ওই টাকা দিতে অস্বীকৃতি জানান। এদিকে পুলিশের বিশেষ অভিযানে খুলনার তেরখাদার আজগড়া এলাকা হতে অপহরণকৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে অপহৃত খাদ্য পরিদর্শক সুকান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে খুলনা থানা পুলিশ। তিনি এখন সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে। পরে ভিকটিমকে চিকিৎসার জন্য পরিবারের হেফাজতে দেয়া হয় বলে তিনি জানান। এদিকে খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন বেশ কয়েকদিন যাবত তার স্বামী সুশান্ত কুমার মজুমদারের নিকট অপহরণকারীরা ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। সুশান্ত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে অপহরণকারীরা। আসামীরা সুশান্তকে অপহরণ করে নেওয়ার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ফোন করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ফোনকলের সূত্র ধরে পুলিশ অপহৃত ভিকটিম এবং আসামীদের অবস্থান সনাক্ত করে খুলনা মহানগর পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা জেলার তেরখাদা থানাধীন আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হতে অপহৃত ভিকটিম সুশান্ত কুমার মজুমদারকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ অপহরণ চক্রের সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করে। তারা হলো, রুপসা উপজেলার আইচগাতি গ্রামের মইনুদ্দিন বিশ্বাসের ছেলে আলমগীর কবির (৪৮) ও শিরগাতী গ্রামের বাসিন্দা মালেক খানের ছেলে মুসা খান (২৮)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button