ফকিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ সাহাপুর এলাকায় ৯ বছরের একজন শিশুকে ধর্ষণ চেষ্টা করেছে খান রফিকুল ইসলাম বাবু (৫২) নামের একজন ভ্যানচালক। বুধবার বিকেলে এ ঘটনার সময় শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে লম্পট ভ্যান চালক কে আটক করে পুলিশে দিয়েছে। লম্পট ভ্যানচালক রফিকুল ইসলাম বাবু পাশর্^বর্ত্তি বালিয়াডাঙ্গা গ্রামের মৃতঃ আছলাত খানের ছেলে।
ফকিরহাট থানা পুলিশ জানায়, উপজেলার পিলজংগ সাহাপুর গ্রামে ওই সময়ে বসতঘরের বারান্দায় বসে মোবাইল ফোনে গেম খেলাকালিন হটাৎ ভ্যানচালক রফিকুল ইসলাম বাবু মেয়েটিকে একা পেয়ে প্রথমে আদর করে পরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটি দৌঁড়ে তার মায়ের কাছে গিয়ে ঘটনা বলার সঙ্গে সঙ্গে মা চিৎকার দেয়। মায়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে রফিকুল ইসলাম বাবু কে আটক করে গন ধোলাই দিয়ে এলাকার সাহাআউলিয়াবাগ পল্লী উন্নয়ন সমিতির ক্লাবে আটকে রাখে। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ এসে রফিকুল ইসলাম বাবু কে গ্রেফতার করে নিয়ে যায়।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের ডিআইও-১ মোঃ আলাউদ্দিন গাজী বলেন, ফকিরহাটে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় সংশ্লিষ্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামীকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।