স্থানীয় সংবাদ

রাখালগাছিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত ১

# নগদ টাকা ছিনতাই #

চুলকাটি প্রতিনিধি ঃ বাগেরহাট সদরের রাখালগাছিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কামাল হোসেন (৫৫) নামে এক বেকারির খাবার সরবরাহকারী গুরুতর আহত হয়েছেন। নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। রাস্তার পাশের ডোবার পানিতে ঝাঁপ দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে তার জীবন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল আনুমানিক ৪ টায় রাখালগাছি ইউনিয়ন পরিষদ সংলগ্ন আল মদিনা টেইলার্স (দর্জি’র দোকান) এর সামনের রাস্তায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী মিলন শেখ জানান, কাবিরির বটতলা থেকে সিএন্ডবি বাজারের দিকে একজন বেকারি সাপ্লায়ার গাী নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে মোটরসাইকেল যোগে আসা সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। স্থানীয়দের সহযোগিতায় আহত কামাল হোসেনের স্বজনেরা তাকে উদ্ধার করে চুলকাটি বাজার থেকে প্রাথমিক চিকিৎসা নেন। এ ব্যাপারে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. হানিফ শিকদার বলেন, ‘ছুরিকাঘাত করে কামাল হোসেন নামে এক বেকারির কাছ থেকে নগদ টাকা ছিনতাই করে নিযয় গেছে একদল সন্ত্রাসীরা। আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আহত কামাল হোসেনের সার্বিক খোঁজ খবর নিয়েছি। ভুক্তভোগী মামলা দায়ের করলে আমরা পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button