স্থানীয় সংবাদ

শরীয়তপুরে বিএনপি’র দুই গ্রুপের দ্বন্দ্ব, ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি ঃ শরীয়তপুর ভেদরগঞ্জে নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল থেকে ওই ঘাটে ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংহপুর ফেরিঘাটের ঘাট ব্যবস্থাপক ইকবাল হোসেন। বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ বাছির আলি খান জানান, বিষয়টি মীমাংসের জন্য দুই পক্ষকে নিয়ে ইউএনও অফিসে আলোচনা হচ্ছে। চাঁদপুর শরীয়তপুর ফেরি নৌ রুটের চাঁদপুর হরিনা ফেরিঘাট ব্যবস্থাপক ফয়সাল চৌধুরী জানান, গাড়ি হলে আমাদের এই পার থেকে ফেরি ছেড়ে যাচ্ছে। ওইপার গিয়ে আটকা পড়ছে। ফেরিঘাটে কোন সমস্যা না হলেও জানতে পেরেছি এক পক্ষ বালারহাটে রাস্তা বন্ধ করে ফেরি ঘাটের গাড়ি আসা-যাওয়া করতে দিচ্ছে না। অনেক গাড়ি রাস্তায় আটকে আছে। স্থানীয় ও ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার বিরোধ চলে আসছে। এই দুই নেতা শরিয়তপুর জেলা বিএনপির শীর্ষ নেতাদের আবার গ্রুপ পলিটিক্স এর সাথে জড়িত। গতকাল শুক্রবার সকালে একটি পক্ষের ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। এখন পর্যন্ত ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাক, বাস ও ব্যক্তিগতসহ অসংখ্য গাড়ি আটকা পড়েছে। মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, ‘সরকার এক বছরের জন্য আমাকে ঘাট ইজারা দিয়েছে। কিন্ত সাবেক ইজারাদার মোমিন দিদার ইজারার জন্য আপিল করেছেন। তিনি নাকি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছেন। তবে আদালত থেকে আমি কোনো কাগজ হাতে পাইনি। ’তিনি বলেন, ‘যেহেতু এক বছর পূর্ণ হয়নি, সেহেতু আমিইতো ইজারাদার। আর যদি রায় পেয়েও থাকে তাহলে বিআইডিব্লিউটিসি এ বিষয়ে ব্যবস্থা নেবে, মোমিন দিদারতো নিতে পারে না। তিনি এখন গাড়ি বন্ধ করে তাঁর লোলজন নিয়ে টাকা উঠাচ্ছে। এই বিষয় নিয়েই ঝামেলা চলছে। ’অপর দিকে, মোমিন দিদার বলেন, ‘ গত বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে আমি ইজারাদার হিসেবে রায় পেয়েছি। পরে আমার লোকজন ফেরিঘাটে কাজ করছে। কিন্ত জিসান বালা বিভিন্নভাবে বাধা প্রদান করছেন। এই রুটের গাড়িগুলো উল্টো পথে ফিরিয়ে দিচ্ছেন। ’ একটি কোম্পানির খাদ্যপণ্যের কভার্ড ভ্যান চালক খোরশেদ আলম বলেন, ‘আমরা ফেরি পারাপারের জন্য অপেক্ষায় আছি। দুই কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। আমরা ভোগান্তিতে আছি। এর সমাধান চাই। ’নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ইজারা ওঠানোকে কেন্দ্র করে থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি। ’ এখানে উল্লেখ্য, চাঁদপুর শরীয়তপুর ফেরিঘাট আগে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিলো। ৫ ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের পটপরিবর্তনে এখন সেই ফেরিঘাট দুটি বিএনপির নিয়ন্ত্রণে চলে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button