স্থানীয় সংবাদ

পূর্ব সুন্দরবনে একটি ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ ধরার ফাঁদ ও বরফ জব্দ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে টহলদানকারে চোরা শিকারীদের ফেলে যাওয়া একটি সহ হরিন ধরা ফাদ ও হরিনের মাংস ফ্রিজিং করার জন্য নেওয়া বরফ উদ্ধার করেছে বন রক্ষীরা। বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার ভোর রাতে নদীতে টহল কালে কটকা-কচিখালী সীমানার টাইগার ভারানী এলাকায় রাতের আধারে বিপরীত দিক থেকে একটি ট্রলার চালিয়ে তাদের দিকে আসতে দেখে। বনরক্ষীরা টর্চ লাইটের আলো জ্বালিয়ে ট্রলারটি থামাতে সংকেত দেয় । এ সময় ট্রলারে থাকা লোকেরা দ্রুত ট্রলারটি বনের পাশে ভিড়িয়ে লাফিয়ে পড়ে তারা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ট্রলারে তল্লাশী চালিয়ে ৮০ কেজি পরিমাণ ৩ বস্তা নাইলনের তৈরী হরিণধরা মালা ফাঁদ, বিপুল পরিমাণ বরফ, মাংস পরিমাপ করা দাড়িপাল্লা, ছুরি ও হাড়িপাতিল জব্দ করে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব কটকায় ট্রলারসহ হরিণধরা ফাঁদ জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন জব্দ করা মালামাল আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button