স্থানীয় সংবাদ

খুলনায় জামায়াত নেতার লাশ গ্রহন করলো ইসলামী আন্দোলন

খবর বিজ্ঞপ্তি : ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু সাঈদের লাশ রিসিভ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার নেতৃবৃন্দ। উপজেলা ইসলামী আন্দোলনের নেতৃ বৃন্দ জামাত আমীরের মৃত্যুর সংবাদ শুনে নিহত মাওঃ আবু সাঈদের লাশ রিসিভ করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে দাকোপ উপজেলার প্রবেশ দ্বার পানখালী ফেরিঘাটে ইসলামী আন্দোলনের একটি টিম অপেক্ষা করেন। ইসলামী আন্দোলন দাকোপ উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইনের নেতৃত্বে মরহুমের লাশ গ্রহণকরে দলীয় নেতাকর্মীরা মটর সাইকেল বহর নিয়ে চালনা আলীয়া মাদ্রাসা পৌছান। মরহুমের গসল ও জানাজা এবং দাফনের প্রক্রিয়া গ্রহন করেন। ইসলামী আআন্দোলনের দায়িতশীলদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আলঃ শফিকুল ইসলাম মাওলানা মহাসিন আলম মাহববী মাওলানা আব্দুল কুদ্দুস, হাফেজ আব্দুল কাদের কারী আবু ইউসুফ, মাস্টার রফিকুল ইসলাম আলঃ আবু দাউদ, মাওলানা আব্দুর রাজ্জাক ছাত্র নেতা লোকমান ফকির ছাত্র নেতা এস এম সাজিদ মোঃ আখতার হোসেন মুফতি ফেরদাউস হোসাইন মাওঃ বিল্লাল হোসেন আশরাফী প্রমুখ। উল্লেখ্য নিহত মাওলানা আবু সাঈদজামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে ১৮ জুলাই শুক্রবার দাকোপ থেকে বাসে রওনা দেন। রাত ৩টার দিকে ভাঙ্গায় গাড়িবহর যাত্রী বিরতিতে ছিল। মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে দাড়িয়েছিলেন। পেছন থেকে আরেকটি বাস রয়েল পরিবহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদ মারা যান। এই দুর্ঘটনায় আরও দুই জন আহত হন। মাওঃ আবু সাঈদ চালনা বিল্লালিয়া মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ৪ মেয়ে রেখেছেন। আসর বাদ বিল্লালিয়া মাদরাসা ময়দানে জানাযা শেষে দাফন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button