স্থানীয় সংবাদ

দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদের শাহাদাৎবরণ

# খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের শোক #

খবর বিজ্ঞপ্তি ঃ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে রয়্যাল পরিবহনের একটি বাসের ধাক্কায় দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ (৫২) শাহাদাৎবরণ করেন। এ সময় গুরুতর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শনিবার (১৯ জুলাই) রাত পৌণে ৩ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী জামায়াত কর্মী মোস্তফা কামাল, এবাদুল ইসলাম, জাকারিয়া হোসেন, বাবু হাওলাদারের বরাত দিয়ে দৈনিক সংগ্রামের দাকোপ উপজেলা সংবাদদাতা রমজান আলী জানান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত রাত ১১টার দিকে দাকোপ উপজেলা থেকে নেতাকর্মী ভর্তি ৩টি বাস নিয়ে দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ রওনা হন। পথিমধ্যে শনিবার (১৯ জুলাই) রাত পৌণে ৩ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে পৌছালে সবাই চা বিস্কুট খাওয়ার জন্য বললে তিনি সকলকে নিয়ে গাড়ি পার্কিং করে চা-বিস্কুট খাচ্ছিলেন। এ সময় দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ দেখতে পান তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। তিনি নিজে কয়েকজনকে নিয়ে সেটি ঠিক করার জন্য কাজ করছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ শাহাদাৎবরণ করেন। আর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদেরকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ছিলেন চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। তার বড় মেয়ে সুরাইয়া সুলতানা জুই এর বিয়ে হয়ে গেছে, মেঝ মেয়ে তাহেরা সুলতানা রাজশাহী বিশ^বিদ্যালয়ে লেখাপড়া করে, সেঝো মেয়ে হুমায়রা সুলতানা এ বছর চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে আর ছোট মেয়ে তানিশা সুলতানা যুথী অস্টম শ্রেণীতে লেখাপড়া করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, রাত ৩টার দিকে একটি সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ২/৩ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।
আসর বাদ তারই কর্মস্থল চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। জানাজায় খুলনা জেলা বিএনপির সাবেক আহকায়ক কুদরতে আমীর এজাজ খান, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গওসুল আযম হাদী, বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ মো. আবু ইউনুফ, দাকোপ উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মো. ইলিয়াস হোসেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, খুলনা নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রহমাতুল্লাহ, চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা মো. অজিহুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামান, চালনা পৌরসভা জামায়াতের সভাপতি জি এম আকতারুজ্জামান, সেক্রেটারি মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি নাঈম বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নুরুন নবী সরদার, মাওলানা বেলাল হোসেনসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মুসল্লী অংশ নেন। পরে চালনা সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু সাঈদের মৃত্যুর সংবাদ পেয়ে তার কফিন গ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে দাকোপ উপজেলার প্রবেশদ্বার পানখালী ফেরিঘাটে ইসলামী আন্দোলনের একটি টিম অপেক্ষা করেন। ইসলামী আন্দোলন দাকোপ উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইনের নেতৃত্বে কফিন নিয়ে দলীয় নেতাকর্মীরা মোটর সাইকেল বহর নিয়ে চালনা বিল্লালিয়া আলীয়া মাদরাসা প্রাঙ্গনে পৌছান। মরহুমের গোসল ও জানাজা এবং দাফনের প্রক্রিয়া অংশ গ্রহন করেন। এ সময় ইসলামী আন্দোলনের নেতা শফিকুল ইসলাম, মাওলানা মহাসিন আলম মাহবুবী, মাওলানা আব্দুল কুদ্দুস, হাফেজ আব্দুল কাদের, ক্বারী আবু ইউসুফ, মাস্টার রফিকুল ইসলাম, আবু দাউদ, মাওলানা আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা লোকমান ফকির, ছাত্রনেতা এস এম সাজিদ, মো. আখতার হোসেন, মুফতি ফেরদাউস হোসাইন, মাওলানা বিল্লাল হোসেন আশরাফী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, মাওলানা আবু সাইদ ছিলেন ইসলামী আন্দোলনের প্রতি নিবেদিতপ্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে শহীদের মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।
অপরদিকে জামায়াত নেতা মাওলানা আবু সাঈদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অব্জল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল ইসলাম ও মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ মো. আবু ইউনুফ ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিশ^াস, দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামান, চালনা পৌরসভা জামায়াতের সভাপতি জি এম আকতারুজ্জামান ও সেক্রেটারি মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান ও সেক্রেটারি নাঈম বিল্লাহ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button