খুলনায় জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপে বক্তারা

# সংসদ কার্যকর করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই #
স্টাফ রিপোর্টার ঃ “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানে খুলনায় জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনার আভা সেন্টারে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সুজনের খুলনা মহানগর সম্পাদক অধ্যাপিকা রমা রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগীয় সম্পাদক এড. কুদরত ই খুদা। অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক, পিরোজপুর জেলা সুজন সভাপতি মনিরুজ্জামান নাসিম, নড়াইল জেলা সুজন সম্পাদক মাহফুজুর রহমান লাবু, সুজন সাতক্ষীরা জেলা সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, বাগেরহাট জেলা সম্পাদক এস কে হাসিব, মংলা উপজেলা সম্পাদক মোঃ নুর আলম। এ সময় খুলনা. বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর ও নড়াইল জেলার সুজনের সদস্য, পেশাজীবি, নারী উদ্যোক্তা ও সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুজন সদস্য এস এম সোহরাব হোসেন, নিজাম উর রহমান লালু, সুতপা বেদজ্ঞ, অজান্তা দাস, মেরিনা যুথি, আঃ হালিম, আলী হাকিম প্রমূখ। বক্তারা বলেন- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হলে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকে। মানুষের বাক স্বাধীনতা, নিরাপত্তা ও নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। কোনো সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখাসহ সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন বলে জানান বক্তারা। সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন- রাজনীতি হলো জনসেবা ও মানবসেবা। যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করে দেয়। কিন্তু বর্তমানে সেই রাজনীতির পরিবর্তন ঘটেছে। রাজনীতি সুস্থ ধারায় আসতে হবে এবং জনকল্যানমুখী হতে হবে। রাজনীতি পরিচ্ছন্ন হলেই আইনের শাষণ কায়েম হবে। আগামী নির্বাচনের মাধ্যমে তা বাস্তবায়ন হতে হবে। এ দায়িত্ব আমাদের সকলের। তিনি বলেন, বহুদলের সমন্বয়ে জাতীয় সংসদ কার্যকরী করতে হলে আনুপাতিক হারে নির্বাচনের বিকল্প নেই। সংসদকে কার্যকরী করতে হলে সংসদে বহুদলীয় অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। সে জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এ পদ্ধতিতে নির্বাচনে হলে টাকার খেলা বন্ধ হবে। সব দলের প্রতিনিধি সমন্বয়ে হবে কার্যকরী সংসদ। যা দেশের জন্য বয়ে আনবে মঙ্গল।