স্থানীয় সংবাদ
দৌলতপুর ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম এ হকের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এস এম আব্দুল হক’র নামাজে জানাজা সোমবার এশার নামাজ বাদে পাবলা সবুজ সংঘ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে গোয়ালখালী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, রবিবার (২০ জুলাই) -২৫ আনুমানিক দুপুর ৩ ঘটিকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান ও দুই কন্যা সন্তান রেখে গিয়েছে। জানাজার নামাজে দৌলতপুর, পাবলা ও দেয়ানা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।