২২ জুলাই আজ যা ঘটেছিল খুলনায়

# ফিরে দেখা জুলাই ২০২৪ #
স্টাফ রিপোর্টর ঃ ২২ শে জুলাই ২০২৪ খুলনায় চলছে কারফিউ ঘর থেকে জরুরী কোন কাজ ছাড়া বাহির হচ্ছেনা কোন মানুষ। নগরীর প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান। পাশাপাশি বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর টহল। থমথমে পরিবেশ। নেই ইন্টারনেট সংযোগ। আওয়ামী বিরোধী মনোভাব যারা তারা ছিল সব থেকে আতঙ্কগ্রস্ত। ঘরে ঘুমাতে পারেনি। চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন হণ্যে হয়ে খুজছে বিএনপি, জামায়াত মতাদর্শের রাজনৈতিক নেতাদের। খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শাহরিয়ার বলেন, আমরা গেল ২২ জুলাই গোপনে মিটিং করছিলাম। বিভিন্ন জায়গায়। যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। আমরা একত্রে সব শিক্ষার্থীরা ভাবছিলাম এর পর কি করা যায়। তারপরও আমরা খুলনা নিউ মার্কেট এলাকায় বেশ কয়েকজন শিক্ষার্থীরা অবস্থান নেয়ার চেষ্টা করি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর আচরন ছিল খুব মারমুখি। যে কারনে আমরা ঘরোয়াভাবে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই নিয়ে ভাবছিলাম।