কয়রার পল্লীতে জমাজমিকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত-৫

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলার সর্ব দক্ষিণের জনপদ জোড়শিং পাতাখালী গ্রামের পল্লীতে জায়গাজমিকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য সহ ৫ জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) সকাল ১০ দিকে আংশিক জোড়শিং গ্রামে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জোড়শিং গ্রামের আঃ রাজ্জাক গাজীর পুত্র রব্বানীর সাথে একই এলাকার মৃত হাজরা গাজীর পুত্র আছের আলীদের সাথে একটি জায়গাজমিকে কেন্দ্র করে ঐ দিন কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ঐ ওর্য়াডের ইউপি সদস্য গোলাম কিবরিয়া তার ভাই আবু সাহামা সহ আরও অনেকেই উভয় পক্ষকে শান্ত করতে ঘটনাস্থলে হাজির হয়। হাজির হওয়ার পর আছের আলী গংরা তাদের উপর হামলা করে। এতে ইউপি সদস্য গোলাম কিবরিয়া, আবু সাহাামা, মুর্শিদ ও কবিরুল আহত হয়। এদের মধ্যে আহত ইউপি সদস্য গোলাম কিবরিয়াকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এর আগে আছের আলী গংরা গোলাম রব্বানী সহ তাদের লোকজনদেরকে মারপিট করে আহত করে। তারাও কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আছের আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, তারা আমাদেরকে মারপিট করে আহত করেছে। আমরা তাদেরকে মারপিট করেনি।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, ঘটনাটি শুনেছি, তবে এ ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।