স্থানীয় সংবাদ

বাধা দেওয়ায় পূর্ব সুন্দরবনে দুর্বৃত্তদের হামলায় কর্তব্যরত ৪ বনরক্ষী আহত

# সুন্দরবন থেকে অবৈধভাবে শুঁটকি মাছ পাচার #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় কর্তব্যরত অবস্থায় ৪ জন বনরক্ষী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে শরণখোলা উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর অপর একজন আহত বেশী হওয়ায় তাকে সোমবার দুপুরে বাগেরহাট জেলা সদর হাসপাতালে এনে ভর্ত্তি করা হয়। জনস্বার্থে ৩ মাস বনে প্রবেশে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধভাবে সুন্দরবন থেকে শুঁটকি মাছ পাচার করে নিয়ে যাবার সময় বনরক্ষীরা তাদের আটকাতে গেলে দুবৃর্ত্তরা রবিবার রাতে বনরক্ষীদের উপরে হামলা করে । ঘটনা বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস সোমবার বিকেলে মুঠোফোনে বলেন, হরিণটানা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল মন্ডলের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার রাতে ধানসাগর ফরেষ্ট স্টেশনের কলামুলা খাল এলাকায় টহলের সময় একটি ট্রলারে শুঁটকি মাছ পাচার করে নিয়ে যেতে দেখে তাদের দিকে এগিয়ে যায়। এ সময় ট্রলার আরোহী ১২ দুর্বৃত্ত জোটবদ্ধ হয়ে বনরক্ষীদের উপর ঝাপিয়ে পড়ে বেদম মারপিট করে তাদের নদীতে ফেলে দেয়। বনরক্ষীরা নদীতে পড়ে গেলে দুর্বৃত্তরা বনরক্ষীদের ট্রলারটিও নিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় আহত চার বনরক্ষী হলেন, সুবল মন্ডল (৩১), আরমান দারিয়া (২৫), আবুল হাসান (২৭) ও আব্দুল গফুর (৪৭)। এদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তাদের মধ্যে হরিণটানা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের দুইজনকে বনরক্ষীরা চিনতে পেরেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে এসিএফ জানিয়েছেন। শরণখোলা থানার ওসি মোঃ শহীদুল্লাহ বলেন, সুন্দরবনের বনরক্ষীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button