স্থানীয় সংবাদ

বাগেরহাটের চিতলমারীতে ধান মাড়াই মেশিনে জড়িয়ে নারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি ঃ ‎বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাতি এলাকায় ধান মাড়াই করাকারে মেশিনে চুল জড়িয়ে দুঘর্টনায় নাজমা বেগম(৪৮) নামের একজন নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে কলিগাতি গ্রামের মোঃ শামীম মোল্লার বাড়ীর উঠানে এ ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম ওই গ্রামের মৃত মোশারেফ খলিফার স্ত্রী। প্রর্ত্যক্ষদর্শীরা জানান, শামীম মোল্লার উঠানে মেশিন দিয়ে ধান মাড়াই করার সময় নাজমা বেগমের মাথার চুল মেশিনের পাখায় জড়িয়ে যায়। এ অবস্থায় তার মাথা রক্তাক্ত জখম হলে তাকে দ্রুত চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে চিতলমারী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button