নগরীর নিরালায় ছুরিকাঘাতে ব্যবসায়ী জাকির খুন

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৮) নামে এক মশার কয়েল ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত দশটার দিকে মহানগরীর নিরালায় সিটি কলেজের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। তিনি নিরালার ১৭ নং রোডের ৩০৬ নং বাড়ি রওশন ম্যানশনের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা জাকির হোসেনকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাকিরের মশার কয়েলের ডিলারশীপ ছিলো। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিয়ের ১৭ বছর পর তার একটি মেয়ে হয়। তার বয়স ৫ বছর। বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, কি কারণে এ হত্যাকা- ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।