স্থানীয় সংবাদ

রূপসা থানা পুলিশের অভিযানে পিস্তল রামদাসহ ৩ জন গ্রেফতার

রূপসা প্রতিনিধি : রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তল, রামদা ও চাকুসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতদের নিকট হতে ম্যাগজিনসহ ৭ ইঞ্চি লম্বা একটি পিস্তল , কাঠের বাটসহ লম্বা ২৪ ইঞ্চি একটি রামদা , একটি স্টিলের তৈরী চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঘাটভোগ ইউনিয়নের নিখিল দাস এর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাশ (৪১) , ডোবা গ্রামের নিখিল মহলীর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নিপেন মহলী (৪১) ও নতুন দিয়া গ্রামের মনোরঞ্জন মহান্তর ছেলে জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিত মহান্ত (৩০) । এজাহার সূত্রে জানা যায়, সোমবার ২১ জুলাই সন্ধ্যা অনুমান ৭.৩০ টার সময় রূপসা থানা পুলিশ সংবাদ পাই কয়েক ব্যক্তি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে পথচারীদের অস্ত্র দেখিয়ে মারধর করেছে। সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান চালায় ।
রাত ব্যাপী অভিযান চালিয়ে ২২জুলাই সকাল অনুমান ০৭.৪০ টায় সময় খবর পাই দুষ্কৃতিকারীরা ডোবা গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার ভিতরে বিলের মধ্যে ঘেরের বাসায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিডিত্ততে অনুমান ০৮.৫০ টার সময় ডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় পৌঁছে ধৃত আসামীদেরকে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ পাই। তখন পুলিশ ও স্থানীয় জনতা দুষ্কৃতিকারীদের হাতে দেশীয় অস্ত্র সস্ত্রসহ তাদের ঘিরে ফেলে। এক পর্যায়ে অনুমান ১০:৪০টার সময় কৌশলে তাদের কাছে পৌঁছে গিয়ে পুলিশ ও জনতা সকলে একযোগে জাপটে ধরে ধস্তাধস্তি করে তাদেরকে নিরস্ত্র করি। এ সময় তাদের হাত থেকে রামদা, চাকু উদ্ধার করে আসামীদেরকে হেয়াজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তারা তাদের হেফাজতে আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করে। ধৃত আসামী নিপুন এর দেখানো মতে ডোবা গ্রামের নরনিয়া বিলে ধৃত আসামী নিপুনের মৎস্য ঘেরের বাসার মধ্যে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় পিস্তল উদ্ধার করা হয়।ধৃত আসামীগনকে জিজ্ঞাসাবাদে জানায় যে, দীর্ঘ দিন যাবত অজ্ঞাতনামা বিভিন্ন স্থান হইতে অস্ত্র সংগ্রহ করিয়া নিজ হেফাজতে রাখিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে অপরাধ মুলক কার্যক্রম করে বলিয়া স্বীকার করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button