স্থানীয় সংবাদ

রূপসায় ট্রলার থেকে পড়ে এক শিশুর করুণ মৃত্যু

# পারাপার রত ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাই #

রূপসা প্রতিনিধি : রূপসা ট্রলার ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝার কারণে অজ্ঞাত পরিচয় শিশুর নদীতে পড়ে করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় ট্রলার মাঝিরা একত্রিত হয়ে রায়হান নামের এক যুবককে বেধড়ক মারপিট করে রক্তাক্ত যখম করেছে। তার চোখের কোনায় ২টি সেলাই লেগেছে ঘটনাটি করেছে গতকাল রাত পৌনে নয়টায়। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রূপসায় আসার পথে নদী পার হওয়ার সময় ট্রলার মাঝিরা অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এক শিশু নদীতে পড়ে করুণ মৃত্যু হয়েছে। পরবর্তীতে ট্রলারটি দ্রুত গতিতে পশ্চিম রূপসা খেয়াঘাট থেকে পূর্ব রূপসা ঘাটে ভিড়লে আরো একটি শিশু নদীতে পড়ে যাওয়ার সময় ওই ট্রলারের যাত্রী রায়হান অতিরিক্ত লোক বোঝাই করার প্রতিবাদ করলে ঘাট মাঝিরা একত্রিত হয়ে রায়হানকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। উপস্থিত লোকজন তাকে ধরে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেছে। আহত যুবকের বাড়ি রূপসা উপজেলার রামনগর গ্রামে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুর কোন পরিচয় পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button