স্থানীয় সংবাদ

খুলনায় জনবসতি এলাকায় গড়ে তোলা ছাতা কারখানায় অগ্নিকা- : ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় রহমান ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর বড় মির্জাপুর এলাকার পাঁচতলা বিল্ডিং এর তিন তলায় আব্দুর রহমানের মালিকানাধীন রহমান ছাতা কোম্পানীর কারখানায় আগুন লাগে। স্থানীয়রা জানান, আগুণ দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে আরো পাঁচটি ইউনিট আসে। পরে রাত সাড়ে তিনটার দিকে আরো একটি ইউনিট যোগ হয়। তখন বৃষ্টি হচ্ছে তারপরও আগুণের লেলিহান ছড়িয়ে পড়ে। রাত পৌনে ৫টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, আগুণ নিয়ন্ত্রনে এসেছে। আগুণে দুটো বিল্ডিং পাঁচটি তলা পুরে গেছে। প্রথম পাঁচ তলা বিল্ডিংটির তিন তলা ও চার তলা পুরে গেছে। পাশে দ্বিতীয় আর একটি পাঁচতলা বিল্ডিং এর তিন, চার ও পাঁচতলা পুরে গেছে। এখানে রহমান ছাতা কোম্পানির গুদাম ও কারখানা ছিল। তবে আগুণ লাগার কারন ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিউর রহমান বলেন, ভবনটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আগুণ নিয়ন্ত্রণে আনতেও সময় লেগেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের বিভিন্ন গেটে তালা থাকায় দ্রুত ভেতরে প্রবেশ করা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button