স্থানীয় সংবাদ

বটিয়াঘাটায় সাবেক এক সেনা সদস্যর সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

# ন্যায় বিচার চেয়ে ইউএনও নিকট স্মারকলিপি #

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধাদুয়া এলাকায় সরকারি ইটের সোলিং এর রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে সাবেক সেনাসদস্য মোঃ হারুন শেখ এর বিরুদ্ধে। এলাকাবাসী সরকারি রাস্তা দখল ও বন্ধের অভিযোগে মোঃ হারুন শেখ এর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী এলাকাবাসী বলেন,তারা দীর্ঘ ৫০/৬০ বছর পূর্ব হতে ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধাদুয়া গ্রামে পূর্বপাড়ার সরকারি রাস্তা দিয়ে স্থানীয় লোকজন ও স্কুলের ছেলে-মেয়েসহ বিভিন্ন যানবাহন চলাচল করে আসছে । গত ২১ জুলাই ২০২৫ তারিখ দুপুরে মোঃ হারুন শেখ গং বাহিনী ক্ষমতার বলে উক্ত চলাচলের রাস্তা খুঁড়ে ইট রাস্তার পাশে রেখে রাস্তাটি কাটাতার দিয়ে ঘিরে রেখেছে। এলাকাবাসী তার এই অবৈধ কাজে বাধা দিতে গেলে তারা এলাকাবাসীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে এই জায়গা আমার,আমি এখানে ঘেরা দেব পারলে কেউ ঠেকাও। ভুক্তভোগীরা আরো বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই রাস্তা দখল কারীদের সাথে কোন প্রকার গোলযোগ না করে সুষ্ট বিচারের পাবার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট এসেছি। দেখি তিনি কি ন্যায় বিচার করেন আমাদের। আমরা এখন বাড়িতে কারাবন্দি হয়ে রয়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। স্কুলে পর্যন্ত ছেলে – মেয়েরা যেতে পারছে না। অভিযোগ রয়েছে, এই সাবেক সেনা সদস্য আওয়ামী ফ্যাসিবাদের ক্যাডার বলে জানা যায়। এলাকায় তাদের রয়েছে একটি গেরিলা বাহিনী। বছর পূর্বে উক্ত সন্ত্রাসী গেরিলা ভাইয়েরা এলাকার ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামকে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে । এছাড়াও সেনা সদস্যর বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এলাকাবাসীর পক্ষে ঝর্না বেগম গতকাল স্বামী-জাহিদ শেখ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনী দপ্তরে অভিযোগ দিয়েছেন।
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button