কুরিয়ারে পার্সেল বহনকারী কার্গোর চাকার নিচে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত

যশোর ব্যুরো ঃ যশোর- নড়াইল সড়কের সদরের ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে কুরিয়ারের পার্সেল বহনকারী কার্গোর চাকার নিচে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর পরই কবির হোসেন (৩৫) নামে ওই শ্রমিকের মৃত্যু হয়।
মৃত কবির হোসেন যশোর সদর উপজেলা কচুয়া ইউনিয়নের গো গ্রামের লিয়াকত আলী সরদারের পুত্র।
তার স্ত্রী মমতাজ বেগম, প্রতিবেশী রমজান আলী রমজান আলী জানিয়েছেন, সকাল ৬ টার দিকে কাজের উদ্দেশ্যে কবির হোসেন বাইসাইকেল যশোর শহরে আসছিলেন।সকাল সাতটার দিকে যশোর নড়াইল সাহেবের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি মালবাহী কার্গো ঢাকা থেকে যশোর আসার পথে পিছন থেকে কবির হোসেনকে পিছন থেকে ধাক্কা দেয় এবং একটি চাকা তার কোমরের ভর দিয়ে চলে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটি রাস্তার পাশে খাদে মধ্যে উল্টে পড়ে। এ সময় কবির হোসেন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সকাল ৭ টা১৫ মিনিটে হাসপাতালে ভর্তি করার পর ৮ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। কর্তব্যরত ডা. জাবেদ তাকে মৃত ঘোষণা করেন। কবির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে তুলারামপুর হাই থানার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মুঠোফোনে জানিয়েছেন।