স্থানীয় সংবাদ

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ডিবির জালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য

# রাজবাড়ী ও সাভার থেকে গ্রেফতার #

যশোর ব্যুরো ঃ যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতের ফেলে যাওয়া একটি মিনি ট্রাক ও অস্ত্র শস্ত্রের সূত্র ধরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল। ঘটনাটি ঘটে গত ৩০ মে, রাত সাড়ে ৩টার দিকে, যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন লাউখালী কাঁচা রাস্তার মুখে। ডাকাতির প্রস্তুতিকালে সেখানে একত্রিত ডাকাত দলকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি নীল-হলুদ রঙের মিনি ট্রাক, ধারালো গাছি দা, কাটার, লোহার রড, পাইপ ও রশি উদ্ধার করে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর আধুনিক প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম চক্রটির সদস্যদের শনাক্ত করে অভিযান চালায়।
২৫ জুলাই ভোররাতে প্রথমে মোঃ শাহিন বিশ্বাস কে রাজবাড়ীর কালুখালী থানার মহেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে ওই দিনই সকালে হামিদুল ইসলাম ও বেলা সাড়ে ১১টার দিকে আবুল কালাম কে সাভার মডেল থানার রাজাশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ঘটনার দিন ঘটনাস্থলে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। গ্রেফতারকৃতরা হচ্ছে রাজবাড়ী জেলার কালুলখালী থানার মহেন্দ্রপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস, ঝড়ু বিশ্বাসের ছেলে মোঃ হামিদুল ইসলাম , ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার দখলপুর গ্রামের মোকসেদ মিয়ার ছেলে মোঃ আবুল কালাম। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, চক্রটির বিরুদ্ধে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button