খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থী আলী আসগার লবি’র ব্যস্ত সময় অতিবাহিত

# গণ সংযোগ, মতবিনিময় ও জনমুখী কাজে পেরিয়ে যাচ্ছে দিনরাত
# এসব কর্মসুচীতে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার উৎসুক জনতা
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ঃ খুলনা-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি’র ব্যস্ত সময় অতিবাহিত। অফিস উদ্বোধন, মতবিনিময় ও গণ সংযোগে পেরিয়ে যাচ্ছে তার দিনরাত। এছাড়াও যোগ দিচ্ছেন পথসভাসহ সমাবেশে। আর এসব কর্মসুচীতে দলীয় নেতা-কর্মী ছাড়াও জড়ো হচ্ছে হাজার হাজার উৎসুক জনতা। জানা গেছে, ডুমুরিয়া-ফুলতলা এই দুই উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মোহাম্মদ আলী আসগার লবি। তিনি খুলনা-২ আসনের সাবেক সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান। এবার তিনি খুলনা-৫ আসনে ধানের র্শীষ প্রতীকে নির্বাচন করবেন। দলের পক্ষ থেকে পেয়েছেন এমনই সবুজ সংকেত। আর এই সংকেত পেয়েই তিনি শুরু করেছেন নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রায় দুই মাস ধরে চলমান আছে এ কার্যক্রম। যার অংশ হিসেবে প্রতিদিনই থাকছে অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা। এছাড়াও তাকে ঘিরে আয়োজন করা হচ্ছে পথসভাসহ গণ সমাবেশ। এসব কর্মসুচীতে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার উৎসক জনতা। এরই মধ্যে তিনি সর্বশেষ কর্মসুচী সম্পন্ন করেছেন ২৫ জুলাই শুক্রবার।ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়া কাঁচামাল আড়তের পাশে অফিস উদ্বোধন করেন। এরপর সাহস ইউনিয়নের কাপালিডাঙ্গা জামে মসজিদে জুম্মা’ নামাজ আদায় করেন এবং নামাজ শেষে উপজেলা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মোল্ল্যা মাহাবুর রহমানের বাড়িতে মতবিনিময় সভা ও দুপুরের খাবার খান। এরপর বিকেলে তিনি উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে ধানিবুনিয়া প্রাথমিক স্কুল মাঠে ১৬দলীয় মিনি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। দিনভর তার ওই কর্মসুচীতে ব্যাপক লোক সমাগম ঘটে। দফায় দফায় পড়া বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মী ও সাধারণ মানুষরা করেন স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন। বৃষ্টিতে ভিজে হাজার হাজার মটর বাইক যোগে ছুটে যান প্রিয় নেতার বহরে। কর্মসুচীতে আরও ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, জেলা বিএনপির মোল্ল্যা খাইরুল ইসলাম, বিএনপি নেতা তৈয়েবুর রহমান,শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, উপজেলা বিএনপির শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, মোল্ল্যা কবির হোসেন, খান আছাদুজ্জামান মিন্টু, শেখ হেমায়েত রশিদ খান, ইউপি সদস্য শফিক আহমেদ প্রমুখ। জানা গেছে, মোহাম্মদ আলী আসগার লবি’র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রথমেই তার নিজ জন্মভূমি টোলনা গ্রামস্থ জামে মসজিদে মুসল্লীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এরপর ফুলতলা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পৃথক পৃথক ভাবে মতবিনিময় ও প্রার্থী হিসেবে আত্মঃপ্রকাশ। তারপর পর্যায়ক্রমে জেলা ও ডুমুরিয়া উপজেলা পর্যায়ে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে অভিজাত হোটেলে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন। এছাড়াও তাকে নিয়ে ডুমুরিয়া, চুকনগর ও আঠারো মাইল এলাকায় বিশাল বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।