খুলনায় বৃক্ষ মেলার সময় বাড়লো ৭ দিন

স্টাফ রিপোর্টার ঃ নার্সারি মালিকদের দাবির মুখে খুলনা বিভাগীয় বৃক্ষ মেলার সময় ৭ দিন বাড়িয়ে আগামী ৩ আগস্ট পর্যন্ত করা হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগ অফিস সূত্রে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, নগরীর সার্কিট হাউজ মাঠের টেনিস কোর্টে গত ৭ জুলাই ২১ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা শুরু হয়ে ২৭ জুলাই শেষ হওয়ার কথা ছিল। ভারি বৃষ্টির কারণে ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি কম থাকায় নার্সারী মালিকদের অনুরোধে মেলার সময় বৃদ্ধি করা হয়েছে। খুলনা বিভাগীয় নার্সারি মালিক সমিতির সভাপতি এস এম বদরুল আলম রয়েল বলেন, শুরুতে মেলায় কেনাবেচা সন্তোষজনক ছিল। পরে নি¤œচাপ ও অতিবৃষ্টির কারনে ক্রেতাদের উপস্থিতি কমতে থাকে। ফলে লোকসানে পড়তে হচ্ছে নার্সারী মালিকদের। এ কারনে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেখা করে মেলার সময় বাড়ানোর অনুরোধ করি। সেই আবেদনের প্রেক্ষিতে মেলা ৭ দিন বাড়ানো হয়েছে। আমরা আশা করছি এতে ক্রেতারাও তাদের পছন্দের গাছ সংগ্রহ করার সুযোগ পাবে এবং স্টল মালিকরাও লাভবান হবে।