স্থানীয় সংবাদ

খুলনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কেসিসির বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে শিববাড়ি মোড় থেকে বুধবার সকাল ১০ টায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবসের উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ শীর্ষক অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় অনুষ্ঠিত শোভাযাত্রাটির উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার। উদ্বোধনের শুরুতে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার জুলাই ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে চিকিৎসারত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে না কোন ভেদাভেদ। সবাই সমান অধিকার ভোগ করবে এবং একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখবে। তাহলেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাবো। প্রধান অতিথি বক্তব্য শেষে শোভাযাত্রাটির উদ্বোধন করেন। এরআগে বক্তৃতা করেন খুলনার ডিআইজি মো: রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শেখ মো: সাকিব রায়হানের পিতা শেখ মো: আজিজুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন র‌্যালি আয়োজক উপকমিটির আহবায়ক কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম। জামায়াতে ইসলামী-খুলনা মহানগর কমিটির আমীর অধ্যাপক মো: মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-খুলনা মহানগর কমিটির সভাপতি মুফতি আমানুল্লাহ, সহ-সভাপতি মো: নাসির উদ্দিন ও সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, এনসিপি’র মহানগর সংগঠক আহমেদ হামীম রাহাত, গণসংহতি-খুলনা মহানগরের সমন্বয়ক সোহেল মুনির, ছাত্র প্রতিনিধি সিরাজুল ইসলাম ইমন ও মো: নাঈম ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর মো: নাসির উদ্দন ও মাহবুবুর রহমান খোকন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সরদার আবু তাহের, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান. প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃত অফিসার এসকে তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, গণসংযোগ কর্মকর্তা আঃ মাজেদ মোল্লা, প্রকৌশলী সেলিমুল আজাদ, লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান, লাইসেন্স অফিসার (যান) দেলোয়ার হোসেনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button